বিভিন্ন প্রতিষ্ঠানকে স্প্রে মেশিন ও মাছের পোনা বিতরণ

প্রকাশঃ ১৪ অগাস্ট, ২০১৮ ০৮:০২:৫৬ | আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৪ ০৪:০৭:৫৯
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে বিভিন্ন প্রতিষ্ঠানকে স্প্রে মেশিন ও মাছের পোনা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে বান্দরবান সদর উপজেলা পরিষদের কার্যালয় প্রাঙ্গনে এই স্প্রে মেশিন ও মাছের পোনা বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
 
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো:দাউদুল ইসলাম, পুলিশ সুপার মো:জাকির হোসেন মজুমদার,পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্যসাপ্রু,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:আবদুল কুদ্দুছ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নোমান হোসেন,পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস ,মোজাম্মেল হক বাহাদুর,জেলা মৎস্য কর্মকর্তা অনিল কুমার সাহা,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জিয়াউদ্দিন সহ সরকারি বেসরকরি কর্মকর্তারা।

অনুষ্ঠানে কৃষি বিভাগের উদ্যোগে বার্ষিক উন্নয়ন কর্মসুচির আওতায় জেলার বিভিন্ন কৃষক সমিতির মাঝে ৪০টি স্প্রে মেশিন ও  মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২৮টি প্রতিষ্ঠানকে ৩০০ কেজি রুই,কাতাল ও মৃগেল মাছের পোনা প্রদান করা হয়।



সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions