শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪
১০ দফা দাবি ও বিভিন্ন কর্মসূচি ঘোষণা

ঢাকায় ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডব্লিউডিএফ)-এর সংবাদ সম্মেলন

প্রকাশঃ ০৮ অগাস্ট, ২০১৮ ০৭:৫৪:৪৭ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০৭:৪৩:৫১  |  ৭৮১
সিএইচটি টুডে ডট কম ডেস্ক। ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডব্লিউডিএফ) ঢাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্তর্জাতিক শ্রম আইন অনুসারে শ্রমিকদের বেতন ভাতাসহ সকল সুবিধাদি প্রদান, জাতিসত্তার স্বীকৃতিসহ ১০ দফা দাবি জানিয়েছে এবং আগামী ১৭ আগস্ট জাতীয় প্রেস ক্লাবে নারী নির্যাতন বিরোধী সমাবেশসহ সংগঠনের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে।

আজ ৮ আগস্ট ২০১৮, বুধবার সকাল সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংগঠনটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নয় দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানানো হয় এবং তাদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। এতে পার্বত্য চট্টগ্রামে প্রশাসনের মদদপুষ্ট সন্ত্রাসীদের উৎপাত, দমন-পীড়নের চিত্র তুলে ধরা হয়।  
সংবাদ সম্মেলনে খ্যাতনামা আলোকচিত্রী শহীদুল আলমকে গোয়েন্দা সংস্থার অপহরণ ও নির্যাতনের তীব্র প্রতিবাদ জানানো হয়। শ্রমিক নেতৃবৃন্দ তার নিঃশর্ত মুক্তি ও নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের পদত্যাগের দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের যুগ্ম সম্পাদক প্রমোদ জ্যোতি চাকমা।

সংগঠনের সভাপতি সচিব চাকমা শুরুতে প্রারম্ভিক বক্তব্য তুলে ধরেন। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন।

এছাড়া সংবাদ সম্মেলনেআরো উপস্থিত ছিলেন সংগঠনটির অর্থ সম্পাদক শান্তি বাবু চাকমা এবং সদস্য বাবলু চাকমা ও সুখময় চাকমা।

সংগঠনের সাধারন সম্পাদক মাইকেল চাকমা পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।


দাবিগুলো হচ্ছে

১.    আন্তর্জাতিক শ্রম আইন অনুসারে বেতন ভাতাসহ সকল সুবিধাদি প্রদান করতে হবে।
২.    ওভার ডিউটির ভাতা যথাযথভাবে প্রদান করতে হবে।
৩.    পার্বত্য চট্টগ্রামের বৃহত্তম সামাজিক উৎসব ‘বৈসাবি’ বৌদ্ধ-হিন্দু ও খৃস্টান ধর্মাবলম্বীদের স্ব স্ব ধর্মীয় অনুষ্ঠানের সময় ছুটি ও ভাতা প্রদান করতে হবে।
৪.    ন্যায্য বাসা ভাড়া, শিক্ষা-চিকিৎসা ভাতা প্রদান করতে হবে।
৫.    ইচ্ছার বিরুদ্ধে ওভার-টাইম খাটানো বন্ধসহ কারখানায় নারীদের সম্মান নিরাপত্তার বিধান করতে হবে।
৬.    মাতৃত্বকালীন ছুটি ও ভাতা নিশ্চিত করতে হবে।
৭.    ‘বাঙালি জাতীয়তা’ নয়, স্ব স্ব জাতিসত্তার স্বীকৃতি দিতে হবে।
৮.    অবিলম্বে ইউপিডিএফ সংগঠক মিঠুন চাকমার চিহ্নিত খুনীদের গ্রেফতার, দৃষ্টান্তমূলক সাজা প্রদান; অন্যায়ভাবে আটক বন্দীদের নিঃশর্ত মুক্তি, ইউপিডিএফ-এর সভাপতিসহ নেতা-কর্মী ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও সেনাসৃষ্ট নব্য মুখোশবাহিনী ভেঙে দিতে হবে।
৯.    পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি ও সমাধানের লক্ষ্যে যত দ্রুত সম্ভব ইউপিডিএফ-এর সাথে সংলাপে বসে পূর্ণস্বায়ত্তশাসন দাবি মেনে নিতে হবে।
১০.     নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানকে পদত্যাগ করতে হবে।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions