বৃহস্পতিবার | ২৫ এপ্রিল, ২০২৪

বিলাইছড়িতে ৩৭ গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর

প্রকাশঃ ২০ জুন, ২০২১ ০৭:৫৬:৪১ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০৭:৪১:৩৬  |  ৮২৪
সিএইচটি টুডে ডট কম, বিলাইছড়ি (রাঙামাটি)। মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায় এ সারাদেশে ৫৩ হাজার, ৩ শ’ ৪০ ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ১৯ জুন (রবিবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভ উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর শুভ উদ্বোধনের পর এ প্রকল্পের আওতায় বিলাইছড়িতে ৩৭ টি পরিবারকে গৃহ ও তার দলিল হস্তান্তর করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, বিলাইছড়ি সেনা জোনের মেজর মোঃ রাজু আহমেদ, উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়ার অনুষ্ঠান সঞ্চালনায় গৃহহীনদের দলিল হস্তান্তরের পর একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions