শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

বরকল ছোট হরিণা বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা বিতরণ

প্রকাশঃ ০৩ জুন, ২০২১ ০৭:১২:১৭ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০২:১২:৪১  |  ৭৭৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি।  রাঙামাটি-ভারত সীমান্তবর্তী বরকল ছোট হরিণা বাজারে আগুনে পুড়ে যাওয়া  ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে। সকালে বরকল ছোট হারিণা বাজারের রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে আগুণে ক্ষতিগ্রস্থ ৩৩টি পরিবারে মাঝে ৫ হাজার টাকা করে ১ লক্ষ ৬৫ হাজার টাকা বিতরন করা হয়।

নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সুবির কুমার চাকমা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ৪নং ভূষনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল মামুন, বরকল উপজেলা আহবায়ক কমিটির  সভাপতি ডা. নজরুল, বাজার কমিটি সভাপতি মোঃ আব্দুল মান্নান, বাজার কমিটি সাধারন সম্পাদক সাইফুল ইসলাম মনির প্রমুখ।

নগদ অর্থ বিতরণ শেষে অতিথিবৃন্দরা ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন এবং আরো যতটুকু সহযোগিতা করা সম্ভব হয় তা রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি’র নিদের্শে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে করা হবে বলে আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, গত রবিবার (৩০ মে) মধ্যরাতে অগ্নিকান্ডে প্রায় ২৮টি দোকান ও বাসা পুড়ে ছাই হয়ে যায়। বরকলে কোন ফায়ার সার্ভিসের ষ্টেশন না থাকায় প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে বিজিবি সদস্য ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডে প্রায় ৩ কোটি টাকার বেশী ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছিলো ব্যবসায়ীরা।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions