শনিবার | ২০ এপ্রিল, ২০২৪

মুজিববর্ষ উপলক্ষে নলকুপ পেলো নানিয়ারচরের হাজাছড়ি গ্রামবাসী

প্রকাশঃ ১৭ মে, ২০২১ ০৬:৪৫:৪৬ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০৭:৫৭:৪৯  |  ১০০৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর সহযোগিতায় স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এর বাস্তবায়নে নানিয়ারচর উপজেলায় ঘিলাছড়ি ইউনিয়নে পূর্ব হাজাছড়ি ও পশ্চিম হাজাছড়ি পাড়া গ্রামে গরীব ও দুঃস্থ ৬০(ষাট) পরিবারের জন্য ৬টি গভীর নলকূপ পেলো হাজাছড়ি গ্রামবসী।

মুজিববর্ষে এ অর্থবছরে এ বিশেষ কার্যক্রমটি উদ্বোধন করেন নানিয়ারচর উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় কর্মকর্তা পামির দেওয়ান , এসময় বিপ্লব চাকমা , নির্বাহী পরিচালক , আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস, উপ-নির্বাহী পরিচালক এ্যাড. কক্সী তালুকদার, প্রোগ্রাম ম্যানেজার প্রবীর চাকমা, হিসাব রক্ষন অফিসার মৈত্রী চাকমা, স্থানীয় মেম্বার কুঞ্জধন চাকমা, ৪নং ওয়ার্ড, কার্বারী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গ্রামবাসী এই গভীর নলকূপ পেয়ে অত্যন্ত আনন্দিত । এ সময়ে খরা আবহাওয়ায় নিরাপদ ও বিশুদ্ধ পানির অভাব থাকে তাই বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ও আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটসকে ৬(ছয়) টি গভীর নলকুপ বিশেষ প্রকল্পের মাধ্যমে সহযোগীতার জন্য গ্রামবাসীর পক্ষ ধন্যবাদ জানানো হয়।


এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions