শনিবার | ২০ এপ্রিল, ২০২৪

বাঘাইছড়িতে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

প্রকাশঃ ০২ মে, ২০২১ ০৭:২১:৫৪ | আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৪ ১১:০৮:২০  |  ৬২৪
সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)। রাঙামাটির বাঘাইছড়িতে ২০২১- মৌসুমে উফশী আউস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা আওতায় অগ্রাধিকার তালিকাভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রসায়নিক সার বিতরণ করা হয়েছে।

আজ সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তন সংলগ্নে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত বাঘাইছড়ির তালিকভুক্ত কৃষকদের মাঝে এসব বীজ ও রসায়নিক সার বিতরণ করা হয়।

বাঘাইছড়ি  উপজেলা প্রশাসন ও কৃষি সম্পসারণ অধিদপ্তর কর্তৃক বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম এর নেতৃত্বে ৮ টি ইউনিয়নে ১টি পৌরসভায়, জনপ্রতি ৫ কেজি বীজ, ডি এ পি সার ২০ কেজি,এম ও পি সার ১০ কেজি করে মোট ১১০০ জন কৃষকদের  মাঝে  ৩৩ টন সার এবং সাড়ে ৫ টন আউস ধানের বীজ প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন,বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, বাঘাইছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, বাঘাইছড়ি উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা,মোঃ শাহাদাৎ হোসেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ তোফায়েল আহমেদ।
এছাড়া উপজেলা কৃষি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম জানান, সরকার কৃষির উন্নয়নে সবসময়ই কৃষকদের পাশে ছিলো এবং থাকবে, তাই কৃষি আবাদের জন্য সকল প্রকারের সহায়তা করা হবে।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions