শনিবার | ২০ এপ্রিল, ২০২৪

৫ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে চাকমা রাজ কার্যালয়

প্রকাশঃ ০৬ এপ্রিল, ২০২১ ০৫:৪২:২৮ | আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৪ ১২:৪৩:৫০  |  ৭৮৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি চাকমা রাজ কার্যালয় আগামী ৫ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। চাকমা রাজ কার্যালয়ের এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান কোভিড-১৯ বৈশ্বিক মহামারী, এতদবিষয়ে সদাশয় সরকারের নির্দেশাবলী এবং আসন্ন বিষুব সংক্রান্তি উৎসব (বিঝু, বিষু, বৈষু, বৈষুক, সাংগ্রাইং ইত্যাদি) উপলক্ষে ছুটি এবং সাপ্তাহিক শুক্রবার-শনিবার ছুটিসহ চাকমা রাজ কার্যালয় ৫ এপ্রিল থেকে আগামী ১৭ এপ্রিল ২০২১ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে।

সংশ্লিষ্ট সময়কালে, স্থায়ী বাসিন্দার সনদপত্র সহ অন্যান্য দাপ্তরিক সেবা গ্রহণকারী ব্যক্তিবর্গকে চাকমা রাজ কার্যালয়ের নিম্নলিখিত কর্মচারীগণের সাথে যোগাযোগ করার জন্য পরামর্শ প্রদান করা গেল।

০৫/০৪/২০২১ হতে ০৮/০৪/২০২১: ভারপ্রাপ্ত কর্মচারী  – (১)  উটিং মারমা ০১৮৫  ০৬৪৩  ৫৩৭; (২)  রিগেন চাকমা ০১৮২  ২৮৬৭  ৭৯১;
১১/০৪/২০২১, ১৬/০৪/২০২১ ও ১৭/০৪/২০২১: ভারপ্রাপ্ত কর্মচারী – (১)  রিগেন চাকমা ০১৮২  ২৮৬৭  ৭৯১; (২)  ড্যানিয়েল  চাকমা ০১৬১  ১৪৪৫  ৪৭৪।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions