মঙ্গলবার | ১৬ এপ্রিল, ২০২৪

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বান্দরবানে শুরু হয়েছে লকডাউন

প্রকাশঃ ০৫ এপ্রিল, ২০২১ ০৪:১৬:৫৮ | আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৪ ১০:০৩:৪২  |  ৮১০
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। কোভিড-১৯ এর সংক্রমণ বাড়ায় দ্বিতীয় দফায় সারাদেশের ন্যায় বান্দরবানেও লকডাউন শুরু হয়েছে।

লকডাউন এর কারণে সকাল থেকে ওষুধের দোকান ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া অন্যান্য সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

লকডাউনের জন্য সকল গনপরিবহন বন্ধ ঘোষনা করায় বান্দরবান জেলা সদর থেকে চট্টগ্রাম,রাঙ্গামাটি,কক্সবাজার ও ঢাকাগামীসহ সকল দুরপাল্লার যাত্রীবাহী বাস বন্ধ রয়েছে,বাস কাউন্টারগুলো রয়েছে তালাবদ্ধ। জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না সাধারণ জনগণ, লকডাউনের কারণে এলাকায় স্থবিরতা নেমে এসেছে।

এদিকে গত ৩১মার্চ এক গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে বান্দরবানের সকল পর্যটন কেন্দ্র দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন আর এতে পর্যটন কেন্দ্রের সাথে সাথে বন্ধ হয়ে গেছে বেশিরভাগ হোটেল-মোটল।

এদিকে লকডউন কার্যকর করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলা প্রশাসনের চারটি ভ্রাম্যমান আদালতের টিম জেলা সদরের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করছে ,এছাড়া পুলিশের টহলও অব্যাহত রয়েছে।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions