শনিবার | ২০ এপ্রিল, ২০২৪

রাঙামাটিতে জেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রকাশঃ ০৮ মার্চ, ২০২১ ০৯:০০:৫৭ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০৯:২৫:৪৬  |  ৭৫৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় রাঙামাটিতে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।

দিবসটি পালন উপলক্ষে আজ সকালে রাঙামাটি জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে মুক্তিযুদ্ধ, মুজিব শতবর্ষ ও করোনা পরিস্থিতিতে নারী নেতৃত্ব এবং নারীর বলিষ্ঠ অবদান বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।

এসময় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তাপস রঞ্জন ঘোষ, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা  উপমা, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক হোসনে আরা বেগম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, সাবেক জেলা পরিষদের সদস্যা মনোয়ারা আক্তার  জাহান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের সফল বাস্তবায়নের ফলে নারী উন্নয়ন আজ সুস্পষ্টভাবে দৃশ্যমান। তাই সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারী-পুরুষ সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান বক্তারা।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions