বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪

মহালছড়িতে পাহাড় কাটার দায়ে এক লাখ টাকা জরিমানা

প্রকাশঃ ০১ মার্চ, ২০২১ ০১:৩৫:৩৭ | আপডেটঃ ২৭ মার্চ, ২০২৪ ১০:৫৪:৪০  |  ৮৩৬
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়ির মহালছড়িতে পাহাড় কাটার দায়ে ভ্রাম্যমান আদালতে ৬ ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা দিয়েছে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। সোমবার বিকেলে মহালছড়ির চৌংড়াছড়ি গুচ্ছগ্রাম এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা দত্ত এবং সহকারী কমিশনার ভূমি তাহমিনা আফরোজা ভূইঁয়া।

মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা দত্ত জানান, অনুমতি ছাড়া পাহাড় কাটার দায়ে ৬ ব্যক্তিকে পরিবেশ সংরক্ষণ আইনের ১৯৯৫ এর ৬ এর খ ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। দেশীয় সরঞ্জাম ব্যবহার করে দোষী ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ ঠিকাদারদের পাহাড়ের মাটি কেটে বিক্রী করে আসছিল বলে অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions