বৃহস্পতিবার | ২৫ এপ্রিল, ২০২৪

লংগদুতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পন

প্রকাশঃ ২১ ফেব্রুয়ারী, ২০২১ ০৭:০১:১৭ | আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৪ ১০:৪২:৫৫  |  ৭৮৪
সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন সেই সকল ভাষা শহীদের প্রতি লংগদু উপজেলাবাসী বিনম্র শ্রদ্ধা জানিয়েছে।

লংগদু উপজেলার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে লংগদু কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও শ্রদ্ধা নিবেদন করা হয়।

রাত ১২টা ১ মিনিট থেকে পুষ্পস্তবক প্রদান সূচনা করা হয়। এ সময় একে একে শ্রদ্ধা নিবেদন করেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক সরকার, লংগদু থানা অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম আমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়্যারম্যান আনোয়ারা বেগম প্রমূখ।

এর পরপর পুস্পস্তবক প্রদান করে উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও বিভিন্ন দপ্তর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে লংগদু থানা অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম আমিন এর নেতৃেত্ব রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয় শহীদদের প্রতি।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions