মঙ্গলবার | ২৩ এপ্রিল, ২০২৪

বান্দরবানে ৩ মেয়র প্রার্থী আর ৭ কাউন্সিলর প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

প্রকাশঃ ২০ ফেব্রুয়ারী, ২০২১ ০৮:৩৬:০৭ | আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৪ ০৩:৩৯:৩৬  |  ১০০০
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবান পৌরসভা নির্বাচনে ৩ মেয়র প্রার্থীসহ ৭কাউন্সিলরের জামানত বাজেয়াপ্ত হয়েছে। কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগ (শতকরা সাড়ে ১২ ভাগ) ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়।

যাদের জামানত বাজেয়াপ্ত তারা হলেন,পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সমর্থিত মেয়র প্রার্থী মো:নাছির উদ্দিন,জাতীয় পার্টির মেয়র প্রার্থী মো: শাহজাহান ও স্বতন্ত্র প্রার্থী বিধান লালা। কাউন্সিলর প্রার্থীরা হলেন,আবুল কাসেম, বাবলা বৈদ্য, আজহারুল ইসলাম বাবুল, রিয়াজ উদ্দিন, মো:সোহেল, শেখ শাহাদৎ ও আব্দুর রাজ্জাক।

বান্দরবান জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বান্দরবান পৌরসভা নির্বাচনে মেয়র পদে ১৭ হাজার ১শ সাত ভোট কাস্ট হয়েছে, যার আট ভাগের এক ভাগ হিসেবে দাড়ায় ২ হাজার ১৩৮ ভোট। কিন্তু মেয়র পদে নারিকেল গাছ প্রতীকের নাগরিক পরিষদ সমর্থিত প্রার্থী নাছির উদ্দিন পেয়েছেন ১ হাজার ৮৫০ ভোট। স্বতন্ত্র প্রার্থী মোবাইল প্রতীকের প্রার্থী বিধান লালা পেয়েছেন ৯৮৫ ভোট ও জাতীয় পার্টির প্রার্থী মো: শাহজাহান পেয়েছেন ১৩২ ভোট। সে হিসেবে এ তিন মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

এছাড়াও বিভিন্ন ওয়ার্ডে ৭জন কাউন্সিলর প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তারা হলেন, ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল কাসেম, ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রিয়াজ উদ্দিন, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বাবলা বৈদ্য, আজহারুল ইসলাম , ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো: সোহেল, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো: শেখ শাহাদাৎ, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো: আব্দুর রাজ্জাক।
 
বান্দরবান জেলা নির্বাচন অফিসার রেজাউল করিম জানান, মোট কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগ (শতকরা সাড়ে ১২ ভাগ) না পাওয়ায় মেয়র প্রার্থীসহ কাউন্সিলরদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

উল্লেখ্য,গত ১৪ ফেব্রুয়ারি বান্দরবান পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয় আর এতে ৫জন মেয়র প্রার্থী, ২৯ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী এবং ৭জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছে।


বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions