বৃহস্পতিবার | ১৮ এপ্রিল, ২০২৪

রাঙামাটিতে প্রথম ধাপে গৃহহীন ভুমিহীন ২৬৮টি পরিবারের মাঝে ঘর হস্তান্তর

প্রকাশঃ ২৩ জানুয়ারী, ২০২১ ০৪:৪৩:৪০ | আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৪ ১০:২২:৪৮  |  ১৯৮৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি জেলায় প্রথম ধাপে ৭ উপজেলায় ২৬৮টি ঘর নির্মাণ শেষে পরিবারগুলোর মাঝে চাবি হস্তান্তর করেছে রাঙামাটি জেলা প্রশাসন। শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে ঘরের চাবি হস্তান্তর কার্যক্রম উদ্বোধনের পর রাঙামাটি জিমনিয়ামে আশ্রয়ন প্রকল্পের সুবিধাভোগী পরিবারের মাঝে ঘরের চাবি তুলে দেন রাঙামাটি সংসদীয় আসনের সংসদ দীপংকর তালুকদার এমপি। এসময় রাঙামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশীদ, রাঙামাটি পুলিশ সুপার মোদদাছছের হোসেনসহ জেলার গুরুত্বপূর্ণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক জানান, রাঙামাটির ১০ উপজেলার মধ্যে রাঙামাটি সদরে ৬০টি, কাপ্তাই উপজেলায় ৩০টি, রাজস্থলী উপজেলায় ৬২টি, বরকল উপজেলায় ১৯টি, বাঘাইছড়ি উপজেলায় ৩৫টি, লংগদু উপজেলায় ৩৪টি এবং নানিয়াচর উপজেলায় ২৮টি গৃহ মোট ২৬৮টিঘর ভুমিহীন ও গৃহহীন পরিবারকে শনিবার চাবি হস্তান্তর করা হয়েছে।

এদিকে ঘর পেয়ে প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ গৃহ ভুমিহীন পরিবারগুলো।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions