শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

বান্দরবান পৌরসভা নির্বাচন বিএনপির প্রার্থী জাবেদ রেজা

প্রকাশঃ ১৫ জানুয়ারী, ২০২১ ১১:০৪:৩৬ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০৩:২৪:২৪  |  ৮৬০
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। আগামী ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য তৃতীয় ধাপের পৌর নির্বাচনে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বান্দরবানের পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলেন বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র জাবেদ রেজা। 

শুক্রবার (১৫  জানুয়ারী) দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ১৪ ফেব্রুয়ারী হতে যাওয়া পৌর নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীকে লড়বেন।

নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বান্দরবান পৌরসভার ভোট গ্রহণের জন্য আগামী ১৪ ফেব্রুয়ারি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। এবার বান্দরবান পৌরসভা নির্বাচনে ইভিএমে ভোটগ্রহন করা হবে। রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৭ জানুয়ারী। মনোনয়ন যাচাই-বাছাই করা হবে ১৯ জানুয়ারী। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি এবং ভোটগ্রহন করা হবে ১৪ ফেব্রুয়ারী।

প্রসঙ্গত, বান্দরবান পৌরসভা নির্বাচনে মেয়র পদে বেশ কয়েকজন প্রার্থী থাকলেও মূলত প্রতিদ্বন্ধীতা হবে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর মধ্যে।
আওয়ামীলীগের প্রার্থী হচ্ছেন বর্তমান মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইসলাম বেবী।  


বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions