বুধবার | ২৪ এপ্রিল, ২০২৪

কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে আহত ৩

প্রকাশঃ ১৩ জানুয়ারী, ২০২১ ০৩:৩০:২৪ | আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৪ ০৭:০৮:২০  |  ১০১৫
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। রাঙামাটির কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে তিনজন নারী গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় রাইখালী ইউনিয়নের পূর্বকেদালা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতেরা হল- মাচিংপ্রু মারমা (৫৫), আরেমা মারমা (৫০), হ্লামেচু মারমা (৩০)। তারা সকলেই পূর্বকোদালা এলাকার বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী। তিনি বলেন, ‘সকালে লাকড়ি কুড়াতে পাহাড়ে গেলে সেখানে তাদের বন্য হাতির দল আক্রমণ করে। এসময় তারা গুরুতর আহত হয়।’

এদিকে আহতদের খোঁজ নিতে দুপুরে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান মিশন হাসপাতালে গিয়েছেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানসহ আরও অনেকে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions