শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪

গর্ভবতী ও দুগ্ধদানকারী নারীদের ‘সিআইপিডি’র অর্থ সহায়তা প্রদান

প্রকাশঃ ০৬ জুলাই, ২০১৮ ১০:০০:৩৪ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০৫:০৯:৪৪  |  ১৬১৯
সিএইচটি টুডে ডট কম,বিলাইছড়ি(রাঙামাটি)। শুক্রবার রাঙামাটির স্থানীয় এনজিও সংস্থা ‘সিআইপিডি’ উদ্যোগে বিলাইছড়িতে গর্ভবতী ও দুগ্ধদানকারী নারীদের অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

‘সাউথ এশিয়ান ফুড এন্ড নিউট্রিশন সিকিউরিটি ইনিশিয়েটিভ- (SAFANSI)’ প্রকল্পের অধীনে সবজি ও হাঁস-মুরগী পালনের লক্ষে সংস্থার উপজেলা কার্যালয়ে এ অর্থ সহায়তা প্রদান করা হয়।

সংস্থার উপজেলা ইনচার্জ সুজন কুমার তঞ্চঙ্গ্যা সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতি ছিলেন,প্রকল্পের মনিটরিং এন্ড ইভ্যালিউয়েশন অফিসার সঞ্চয় দত্ত চাকমা। প্রধান অথিতি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অমৃতসেন তঞ্চঙ্গ্যা। এছাড়া আরও উপস্থিত ছিলেন, বিলাইছড়ি ইউনিয়নের ১, ২ ও ৩নং সংরক্ষিত ওয়ার্ড সদস্য স্বপ্না রানী তঞ্চঙ্গ্যা, কেংড়াছড়ি ইউনিয়নের ৭, ৮ ও ৯নং সংরক্ষিত ওয়ার্ড সদস্য মধুমিতা চাকমা, প্রকল্পের সিএম মঞ্জুরানী দেওয়ান।

উপজেলার তিনটি ইউনিয়নের ২১টি গ্রামে গর্ভবতী ও দুগ্ধদানকারী মোট ৫০ জন নারীকে ৫হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে বিলাইছড়ি ইউনিয়নে ১৭জন, কেংড়াছড়ি ইউনিয়নে ১৮জন এবং ফারুয়া ইউনিয়নে ১৫জন।

উন্নয়ন খবর |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions