শনিবার | ২০ এপ্রিল, ২০২৪

খাগড়াছড়িতে পৃথক ধর্ষণের ঘটনায় বাবা-মাসহ ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

প্রকাশঃ ২৫ নভেম্বর, ২০২০ ০৯:৫৪:২৭ | আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৪ ০৬:২৭:১৮  |  ৮৭২
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে পৃথক ধর্ষণের ঘটনায় বাবা-মাসহ ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাং আবু তাদের বুধবার দুপুরে আলাদা মামলায় এই রায় ঘোষণা করেন।

জেলার মানিকছড়ির মুসলিমপাড়ায় ভিকটিম শিশু সুমাইয়া আক্তার (৩) কে ধর্ষনের দায়ে একই এলাকার মোস্তাফিজুর রহমান (২৪) কে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত করেন বিচারক। তাকে আরো ২ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। গত বছরের ২০ জানুয়ারি সন্ধ্যায় মানিকছড়ির ওমর আলী মেম্বারের স‘মিল এলাকায় শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে আসামী মোস্তাফিজুর রহমান। শিশুর মা সুপ্রিয়া আক্তার মামলা দায়ের করলে ওই বছরের ৭ মার্চ পুলিশ চার্জসীট দাখিল করে। পরে ৮জনের স্বাক্ষ্য গ্রহন করে আসামীর বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দিয়েছেন।

এদিকে পৃথক ঘটনায় জেলার রামগড়ের নেয়াপাড়া গ্রামে বিবাদীদের ঘরে ধর্ষণ করা হয় তাদের কন্যা সন্তানকে। এই ঘটনায় ভিকটিমের চাচা ওমর আলী বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ ভিকটিমের বাবা আবুল কাসেম ও ধর্ষনে সহায়তার জন্য মা মনোয়ারা বেগমকে আটক করে জেলে পাঠায়। পরে ৩০ সেপ্টেম্বর পুলিশ ধর্ষণের ঘটনায় বাবা-মায়ের বিরুদ্ধে চার্জশিট প্রদান করেন। এই মামলায়ও ৮জনের স্বাক্ষী গ্রহন শেষে আদালত বাবা-মাকে যাবজ্জীবন কারাদন্ড এবং প্রত্যেকটি আরো ১ লাখ টাকা করে জরিমানা করেছে। অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড দেয়া হয়।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী খাগড়াছড়ি জজ আদালতের প্রসিকিউটর এডভোকেট বিধান কানুনগো জানান, দুটি মামলায় ভিকটিম ন্যায় বিচার পেয়েছেন।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions