শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪
বান্দরবান পৌরসভায় ৩০কোটি ৪৭ লক্ষ টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

তিন পার্বত্য জেলার ৭টি পৌরসভায় ব্যাপক উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে : পার্বত্যমন্ত্রী

প্রকাশঃ ২৮ অক্টোবর, ২০২০ ০৮:২০:৪৩ | আপডেটঃ ২৯ মার্চ, ২০২৪ ০১:৩২:৫৭  |  ১০০৯
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান।  বান্দরবান পৌরসভার উদ্দ্যোগে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে প্রায় ৩০ কোটি ৪৭লক্ষ টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

বুধবার (২৮ অক্টোবর) সকালে বান্দরবান পৌর এলাকার বালাঘাটা, উজানীপাড়া ও জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে ভিত্তি প্রস্তরের ফলক উম্মোচন করে এসব উন্নয়ন প্রকল্পের কার্যক্রম শুরু করেন পার্বত্য পার্বত্য মন্ত্রী।

ইউজিআইআইপি’র অর্থায়নে মোট ৪৫টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে বান্দরবান পৌরসভার ৯টি ওয়ার্ডে। প্রকল্পের মধ্যে রয়েছে পাকা সড়ক, আরসিসি ড্রেন, আরসিসি সিঁড়ি, আরসিসি রি-টেইনিং ওয়াল ও আরসিসি বক্স কালভার্ট উন্নয়ন।

ভিত্তি প্রস্তরের ফলক উম্মোচনকালে বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, আপনার শহর আপনাকে পরিস্কার রাখতে হবে। জনগণকে উন্নয়ন কাজের তদারকি ও পরামর্শ দিতে হবে। এসময় মন্ত্রী আরো বলেন, তিন পার্বত্য জেলার ৭টি পৌরসভার ব্যাঁপক উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে, এসব উন্নয়ন বাস্তবায়িত হলে বান্দরবান ও লামাসহ তিন পার্বত্য জেলার পৌর এলাকার চিত্র পাল্টে যাবে।

ভিত্তি প্রস্তরের ফলক উম্মোচনকালে বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদ্দুজ্জামান, পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মংসুই খই মার্মা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোঃ ইয়াছির আরাফাত, পৌর আওয়ামীলীগ সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক মোঃ সামশুল ইসলাম, পৌরসভার সচিব মোঃ তৌহিদুর ইসলাম, প্যানেল মেয়র দীলিপ বড়–য়া, পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশ, সৌরভ দাশ শেখর, আবুল খায়ের আবুসহ প্রমুখ।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions