মঙ্গলবার | ১৯ মার্চ, ২০২৪

সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

প্রকাশঃ ২৪ অক্টোবর, ২০২০ ০৪:১৩:০৫ | আপডেটঃ ১৭ মার্চ, ২০২৪ ০৩:১৫:৪০  |  ৯০১
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থল মাইন বিষ্ফোরনে এক রোহিঙ্গা তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ৪০নম্বর পিলারের নিকটবর্তী রেজু আমতলী এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে,কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এ আশ্রিত রোহিঙ্গা নাগরিক এমদাদ হোসেনের দুই ছেলে জাবের ও মোঃ হোসেন সীমান্তের নোম্যান্স ল্যান্ড এলাকায় যায়। এসময় মিয়ানমার সীমান্তের মেইন পিলার নং ৪০এর কাছাকাছি পৌঁছামাত্র মাটিতে পুতে রাখা স্থল মাইন বিস্ফোরণে ঘটনাস্থলেই মারা যান রোহিঙ্গা তরুণ মোঃ জাবের (১৩)। ঘটনার পরপর জাবেরের সাথে থাকা তার ভাই মোঃ হোসেন ঘটনার বিষয়টি তার মা-বাবাকে জানায়।

পরে বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুম পুলিশ ও ৩৪ বিজিবির সদস্যরা ঘটনাস্থল থেকে মোঃ জাবের (১৩) এর লাশ উদ্ধার করে।

বান্দরবানের নাইক্ষংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন জানান, নিহতের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে, এ বিষয়ে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions