মঙ্গলবার | ১৯ মার্চ, ২০২৪
বান্দরবান কেন্দ্রীয় দুর্গাপূজা মন্ডপ পরির্দশনকালে

আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে প্রত্যেকে নিজ ধর্ম উৎসবমুখর পরিবেশে পালন করতে পারে : পার্বত্যমন্ত্রী

প্রকাশঃ ২৩ অক্টোবর, ২০২০ ১১:২৭:৫২ | আপডেটঃ ১৬ মার্চ, ২০২৪ ০২:১২:৩৮  |  ৮৮৭
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কেন্দ্রীয় মন্দিরের দূর্গাপূজার মন্ডপ পরির্দশন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

২৩ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় বান্দরবানের কেন্দ্রীয় দূর্গা মন্দিরে প্রধান পূজামন্ডপ পরিদর্শন করেন পার্বত্য মন্ত্রী। সময় মোমবাতি আর ধুপকাটি জ্বালিয়ে মায়ের চরণে প্রনাম করেন মন্ত্রী ।

পরে কেন্দ্রীয় দূর্গা মন্দিরে ২য় তলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কমিটির নেতৃবৃন্দদের সাথে নিয়ে এক কেক কাটায় অংশ নেয় সকলে।

এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,করোনা ভাইরাস বিশ্বে মহামারি আকার ধারন করার কারণে এইবারে সর্বস্তরের মানুষের কথা চিন্তা করে স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপনের নির্দেশনা থাকার কারণে এইবারে ছোট পরিসরে পূজা উদযাপন হচ্ছে। এসময় তিনি আরো বলেন ,আজকের এই দিনে আমরা দূর্গা মায়ের কাছে প্রার্থনা করছি যেন এই করোনা মহামারি কেটে গিয়ে একটি সুন্দর সুস্থ পৃথিবী ফিরে আসুক। এসময় তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে প্রত্যেক ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব গুলো সুন্দরভাবে উদযাপন করতে পারে।

এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির সাথে আরো উপস্থিত ছিলেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মো.মাহাবুব আলম,অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কুদ্দুস,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ,পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদ সভাপতি লক্ষীপদ দাশ,সাধারণ সম্পাদক সৌরভ দাশ শেখর, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশসহ বান্দরবানের সনাতনী ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।

পরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবানের প্রায় ৫শত অসহায় পরিবারের মাঝে বস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। 

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions