বৃহস্পতিবার | ১৮ এপ্রিল, ২০২৪

কাপ্তাইয়ে বিজিবির অভিযানে মদসহ ১০জন পর্যটক আটক

প্রকাশঃ ২১ অক্টোবর, ২০২০ ১১:২৩:৪৩ | আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৪ ১২:৪৫:৫৮  |  ১০৬৮
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। কাপ্তাইয়ে ওয়াগ্গাছড়া জোন ৪১বিজিবির অভিযানে মঙ্গলবার (২০ই অক্টোবর) রাতে দেশীয় তৈরী চোলাই মদ সহ পৃথকভাবে ১০জন পর্যটককে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, রাউজানের উরকিরচর মৃত মুসলিম উদ্দিনের ছেলে মোয়াজ্জেম হোসেন (২১), মৃত আনু মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩৭), রাঙ্গুনিয়ার মরিয়মনগরের রেজাউল করিম সিকদারের এহসানুল করিম (১৯), রাউজানের নোয়াহাটের শিশির রায় দাশের ছেলে সমরেশ দাশ, আনোয়ারার বোয়ালিয়া সবুরের ছেলে মো. রাশেদ মোশাররফ (২০), রাউজানের কচুখাইন এলাকার আবুল কাশেমের ছেলে মো. ফাহাদ (১৯), বোয়ালখালির শাখপুরা জিশু রায় চৌধুরী সত্যেন রায় চৌধুরী (২১), আনোয়ারার ডুমুরিয়া মাসুদ খানের ছেলে মাহমুদ খান (২০), হাটহাজারির আশিষ দাশের ছেলে শুভ চৌধুরী (২৪), রাউজানের অংকরীগনা এলাকার অমির বড়–য়ার ছেলে লিটন বড়–য়া (২৪)।

কাপ্তাই থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, কাপ্তাই ওয়াগ্গাছড়া জোন বিজিবির হাবিলদার মো. নজরুল ইসলাম বাদি হয়ে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। আটককৃতরা সকলেই পর্যটক। আটককৃতদের বুধবার (২১ই অক্টোবর) রাঙামাটি আদালতে প্রেরণ করা হয়েছে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions