মঙ্গলবার | ২৩ এপ্রিল, ২০২৪

কাপ্তাইয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন দীংপকর তালুকদার এমপি

প্রকাশঃ ১৭ অক্টোবর, ২০২০ ০৬:২১:১৯ | আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৪ ০৫:১৭:১৫  |  ১১৪৮
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নে ৫কোটি ২লক্ষ ৭৫হাজার টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি সাংসদ দীপংকর তালুকদার এমপি।

শনিবার (১৭ই অক্টোবর) সকালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে নির্মিতব্য ১ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে ৩ তলা বিশিষ্ট একাডেমী ভবনের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর ও বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্ণার, মুজিব বর্ষ উপলক্ষ্যে লগ গেইটে বঙ্গবন্ধু সড়ক বাতি উদ্বোধন করেন তিনি। দুপুরে এমপি দীপংকর তালুকদার কাপ্তাইয়ের ব্যাংছড়ি এলাকায় এলজিইডির অর্থায়নে ২.৫০ কোটি টাকা ব্যয়ে ৫৭ মিটার গার্ডার ব্রিজের নির্মাণ কাজের উদ্বোধন, রাঙামাটি জেলা পরিষদের অর্থায়নে ৭৫ হাজার টাকা ব্যয়ে ব্যাংছড়ি মারমা পাড়া চিতা খোলা ও শ্মশান মঙ্গল ঘরের উদ্বোধন এবং এলজিইডির অর্থায়নে ১ কোটি ব্যয়ে ব্যাংছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, এলজিইডি রাঙামাটির নির্বাহী প্রকৌশলী আবু তালেব চৌধুরী, কাপ্তাই উপজেলা আ.লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, সা. সম্পাদক ইব্রাহীম খলীল, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজ্জামেল হোসেন এবং আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions