শনিবার | ২০ এপ্রিল, ২০২৪

কাল রোববার রাঙামাটি আসছেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি

প্রকাশঃ ১৭ অক্টোবর, ২০২০ ০৫:৩৭:৫৩ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ১১:০০:১৬  |  ১৫০৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। কাল রোববার রাঙামাটি আসবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শেখ রাসেল স্মৃতি নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে যোগ দিতে তিনি আসবেন বলে সফরসুচী সুত্রে জানা গেছে।

পার্বত্যমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরী জানিয়েছেন, মন্ত্রী রাঙামাটিতে শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল আলী এর ম্যুরাল উদ্বোধন ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আয়োজিত শেখ রাসেল স্মৃতি নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে যোগ দিবেন।

সফর সুচী অনুযায়ী জানা গেছে, রোববার সকাল ১১টায় সড়ক পথে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর বান্দরবান থেকে রাঙামাটি এসে পৌঁছাবেন এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড রেষ্ট হেউজে অবস্থান নিবেন। দুপুর ২টায় শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল আলী এর ম্যুরাল উদ্বোধণী অনুষ্টানে যোগ দিবেন। বিকাল ২টা ৩০ মিনিটে শেখ রাসেল স্মৃতি নৌকাবাইচ প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। এ দিন বিকাল ৪টায় চট্টগ্রামের উদ্দেশ্যে রাঙামাটি ত্যাগ করবেন তিনি।

রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদের সভাপতিত্বে শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতায় মন্ত্রী ছাড়াও এতে বিশেষ অতিথি হিসাবে  পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা, রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইফতেকুর রহমান পিএসসি, পুলিশ সুপার আলমগীর কবির, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী ও রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান রোমান উপস্থিত থাকার কথা রয়েছে।

এদিকে শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতার সদস্য সচিব শফিউল আজম জানান, নৌকা বাইচ প্রতিযোগিতায় ১৩টি অংশগ্রহণ করবে। এরমধ্যে মহিলাদের ৫টি দল এবং পুরুষদের ৮টি দল অংশ নিবে। নৌকা বাইচ প্রতিযোগিতা কেল্লামুড় থেকে শুরু হয়ে শহীদ মিনারের ঘাটে এসে শেষ হবে।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions