শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

খাগড়াছড়িতে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশঃ ০৮ অক্টোবর, ২০২০ ০৮:১৭:০৪ | আপডেটঃ ২১ মার্চ, ২০২৪ ১২:৫৫:১৭  |  ৮৬৪
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। সারাদেশে সংগঠিত ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন-সহিংসতার প্রতিবাদে খাগড়াছড়ি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে উইমেন্স রিসোর্স নেটওয়ার্কের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন উন্নয়ন সংস্থা, সামাজিক ও ছাত্র সংগঠন সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করে।

মানববন্ধন থেকে বক্তারা ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার ঘটনায় সর্বোচ্চ সাজা মৃত্যুদ- করার দাবি জানিয়ে বলেন, অপরাধীদের রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় বন্ধ করা গেলে সামাজিক এ অপরাধ অনেকাংশ কমে আসবে।

সুশাসনের জন্য নাগরিক সুজন খাগড়াছড়ির সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন আহম্মেদ সহ অন্যান্যরা মানববন্ধনে বক্তব্য রাখেন।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions