বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪

বান্দরবান রোটারী ক্লাবের উদ্যোগে মৎস্য পোনা অবমুক্তকরণ কার্যক্রম শুরু

প্রকাশঃ ১৮ সেপ্টেম্বর, ২০২০ ১১:১১:৫২ | আপডেটঃ ২৩ মার্চ, ২০২৪ ০১:০৪:৪১  |  ৭৫৫
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে রোটারী ক্লাবের উদ্দ্যোগে বিভিন্ন পুকুরে মৎস্য পোনা অবমুক্তকরণ কার্যক্রম শুরু হয়েছে ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৪টায় রোটারী ক্লাব অব বান্দরবানের আয়োজনে জেলা সদরের   থানা পুকুর এবং ভেনাস রিসোর্ট লেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসুচীর উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ।

মৎস্য পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বান্দরবানের  জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোওয়ার, পৌর মেয়র ও রোটারী ক্লাব অব বান্দরবানের প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য রোটারিয়ান লক্ষীপদ দাশ, রোটারিয়ান অমল কান্তি দাশ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী  রোটারিয়ান আবু বিন মোঃ ইয়াছির আরাফাত, সদর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো.শহীদুল ইসলাম,  রোটারী ক্লাব অব বান্দরবানের সেক্রেটারি মোঃ ফারুখ আহম্মেদ চৌধুরী, রোটারিয়ান আনিসুর রহমান সুজন, রোটারিয়ান খলিলুর রহমান সোহাগ, রোটারিয়ান মোঃ মহিউদ্দিন, রোটারিয়ান তরুন কান্তি দাশ, রোটারিয়ান আশুতোষ দাশ, রোটারিয়ান মোঃ মিলন, রোটারিয়ান তৌহিদুর রহমান চৌধুরী রাশেদ, রোটারিয়ান সুজন চৌধুরী সঞ্জয় প্রমুখ।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions