মঙ্গলবার | ১৯ মার্চ, ২০২৪

জেএসএস (এমএন লারমা)’র কেন্দ্রীয় সভাপতি তাতিন্দ্র লাল চাকমা পেলে আর নেই

প্রকাশঃ ১৩ অগাস্ট, ২০২০ ০৬:১১:৩১ | আপডেটঃ ১৫ মার্চ, ২০২৪ ০৭:৫৫:৩১  |  ২২০১
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ‘পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এম এন লারমা)’র কেন্দ্রীয় সভাপতি তাতিন্দ্র লাল চাকমা ওরফে মেজর পেলে আর নেই। ফুসফুসজনিত রোগে আক্রান্ত হয়ে ১৩ আগস্ট বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়ে এবং স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পিসিজেএসএস (এমএন লারমা)’র একটি সূত্র জানিয়েছে, ফুসফুসজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি গত দুই সপ্তাহের অধিক সময় ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাতিন্দ্র লাল চাকমার মৃত্যুতে দলীয় নেতা-কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ১৮ তারিখ মঙ্গলবার সর্বশেষ অনুষ্ঠিত দলটির ১২তম সম্মেলনে তাতিন্দ্র লাল চাকমা ওরফে মেজর পেলে জেএসএস (এমএন লারমা)’র কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন। এর আগে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস থেকে ২০১০ সালে বেরিয়ে জেএসএস (এমএন লারমা) গঠন করেন।

তাতিন্দ্র লাল চাকমা ওরফে মেজর পেলে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরের আগ পর্যন্ত সন্তু লারমা’র নেতৃত্বাধীন জনসংহতি সমিতির সশস্ত্র শাখা ‘শান্তিবাহিনীর’ সহকারি ফিল্ড কমান্ডারের দায়িত্ব ছাড়াও চুক্তি’র পরে প্রকাশ্য রাজনীতিতে প্রভাবশালী ভূমিকা পারণ করেন।

এদিকে জনসংহতি সমিতি (এম এন লারমা)-এর একাধিক সূত্রের সাথে কথা বলে জানা যায়, কেন্দ্রীয় সভাপতি তাতিন্দ্র লাল চাকমার মৃত্যুর ঘটনায় সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী আপাতত সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি সুভাষ কান্তি চাকমা ওরফে পরিচয় ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions