বৃহস্পতিবার | ২৫ এপ্রিল, ২০২৪
রাঙামাটিতে যুব দিবস পালন

যুবকদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে পারলে দেশ এগিয়ে যাবে

প্রকাশঃ ১২ অগাস্ট, ২০২০ ০৫:৫৬:৫৮ | আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৪ ০৩:১৬:৪৮  |  ১২৫২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। দেশের যুবকদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলেতে পারলে দেশ আরো এগিয়ে যাবে। এজন্য দরকার সরকারি বেসরকারী সংস্থাগুলোর পারস্পরিক সহযোগীতা। এ সহযোগীতা করা গেলে দেশে কোন যুবক বেকার থাকবে না।

বুধবার আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রাঙামাটির ভেদভেদি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। এবারের দিবসের  প্রতিপাদ্য বিষয় হল- বৈশ্বিক কর্মে যুবশক্তি।

রাঙামাটি যুুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর  বিপুল চাকমা’র সভপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক শহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা প্রোগ্রেসিভের নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা, উইভ নির্বাহী পরিচালক নাই উ প্রু মেরী, রাঙামাটি যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো অর্ডিনেটর মোঃ নজরুল ইসলাম, বেসরকারি জাতীয় পর্যায়ের উন্নয়ন সংস্থা বিএনপিএস’র প্রতিনিধি রিমি চাকমা।

আলোচনা সভায় যুব প্রশিক্ষণ কেন্দ্র যুবদের নিয়ে কী কী কাজ করছে আর স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো কী কী করছে তা তুলে ধরা হয়।

ইউরোপিয়ান ইউনিয়ন ও সিমাভি’র অর্থায়ন এবং বিএনপিএস’র কারিগরি সহায়তায় প্রোগ্রেসিভ ও সহযোগী সংগঠন কর্তৃক বাস্তবায়নাধীন ”আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যৎ নামক প্রকল্পটি  আলোচনা সভা আয়োজন করে।


রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions