বুধবার | ২৪ এপ্রিল, ২০২৪
রাঙামাটি জেলা মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

১৫ আগষ্টের পর খুলে দেয়া হবে রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলো

প্রকাশঃ ০৯ অগাস্ট, ২০২০ ১১:৪০:৫৪ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০৯:০৯:৩২  |  ১৫৬৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি জেলার মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার আলমগীর কবির, পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জমান রোমানসহ আইন শৃঙ্খলা কমিটির সদস্য ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সভায় পিসিআর ল্যাবের কাজ করতে গিয়ে নিহত ২ শ্রমিকের পরিবারকে ক্ষতিপুরণ, সিএনজিভাড়া নিয়ন্ত্রণ, পুলিশ সুপার কার্যালয়ের পেছনে অবৈধ দখল উচ্ছেদ, মাদক বিরোধী অভিযান, স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে ভ্রাম্যমান পরিচালনা করা বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় জেলা প্রশাসক জানান, ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের পর স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে পর্যটন স্পট খোলে দেয়া হবে। এমনি কাপ্তাইল লেক সবার জন্য উন্মুক্ত রয়েছে সবাই ঘোরাঘুরি করছেন, বাকিগুলো শীঘ্রই খোলে দেয়া হবে।

এছাড়া ৩ মাস মাছ আহরণ বন্ধ থাকার পর কাল ১০ আগষ্ট থেকে আবারো কাপ্তাই লেকে মাছ ধরা শুরু হবে বলে জানান জেলা প্রশাসক।   

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions