শনিবার | ২০ এপ্রিল, ২০২৪

বান্দরবানে নতুন করে ৬জনসহ মোট আক্রান্ত ৪৯৫জন

প্রকাশঃ ১৫ জুলাই, ২০২০ ০৩:৫২:১১ | আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৪ ০৪:৫২:৪৮  |  ১১১১
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে গেল ২৪ ঘন্টায় নতুন করে আরো ৬জন করোনা রোগী সনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ২জন রুমা উপজেলা এবং ৪জন নাইক্ষংছড়ি উপজেলার বাসিন্দা।

বান্দরবানের স্বাস্থ্য বিভাগ জানায়, বান্দরবান জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৪৯৫জন আর ২৫৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়েছে। হোম কোয়ারেন্টিনে এ পর্যন্ত ১ হাজার ১শত ৬জন জন ছিল তার মধ্যে ১ হাজার ১শত ৬জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ১শত ১০জন ছিল এর মধ্যে ১শত ১০জনকেই ছাড়পত্র দেয়া হয়েছে।

স্বাস্থ্য বিভাগ আরো জানায়,এই পর্যন্ত বান্দরবানে নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৬শত ৩৬ জনের,তার মধ্যে রির্পোট এসেছে ৩ হাজার ৩শত ১৮জনের, এদের মধ্যে ৪৯৫জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions