শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

রোয়াংছড়ির তারাছা ইউনিয়নের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

প্রকাশঃ ২৯ জুন, ২০২০ ০৬:১৭:১৭ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ১০:২৪:৪৮  |  ৭৮২
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম ২নং তারাছা ইউনিয়ন পরিষদের উদ্যোগে করোনা দুর্যোগে লকডাউনে থাকা গরীব ও অসহায় কৃষক ও জুমিয়া পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে।

সোমবার (২৯জুন) সকালে ২নং তারাছা ইউনিয়ন পরিষদের প্রাঙ্গনে ইউনিয়নের বিভিন্ন দুর্গম এলাকায় বসবাসরত লকডাউনে থাকা গরীব, দুস্থ ও অসহায় ৫শত ৫০ পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন ২নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উ থোয়াই চিং মারমা। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল পরিবার প্রতি চাল, ডাল, আলু, তেল, লবণ, সাবানসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী।

এসময় স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে থাকার পরামর্শ ও প্রদান করেন ইউপি চেয়ারম্যান উ থোয়াই চিং মারমা , আগামীতেও এই ধরনের কর্মসুচী অব্যাহত থাকবে বলে জানান তিনি।

প্রসঙ্গত,করোনার প্রাদুর্ভাবের কারণে সরকারের সহায়তার অংশ হিসাবে তারাছা ইউনিয়নে এ পর্যন্ত কর্মহীন হয়ে যাওয়া প্রায় ৭ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে ২নং তারাছা ইউনিয়ন পরিষদ।


বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions