বুধবার | ২৪ এপ্রিল, ২০২৪

মাটিরাঙায় সরকারি স্কুলে গাছ কেটে ফেলার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে

প্রকাশঃ ০৯ জুন, ২০২০ ১২:১৭:৫২ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০৭:২৬:০৫  |  ৯৯৫
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। কোন ধরনের অনুমতি ছাড়াই খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার রামশিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দশটি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্যও  স্কুল ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে। স্কুল ম্য্যানেজিং কমিটির সভাপতি মো. বশির আহাম্মদ সংশ্লিষ্ট বিভাগের পুর্বানুমতি না নিয়েই বিক্রির উদ্দ্যেশ্যে বিদ্যালয়ের বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলেন। এই নিয়ে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছে স্থানীয় অভিভাবক ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন আনুযায়ী স্কুলের গাছ কাটতে হলে উপজেলা নির্বাহী অফিসার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও বন বিভাগের অনুমতি নেয়ার বিধান থাকলেও কোন নিয়মই মানেননি স্থানীয় প্রভাবশালী মো. বশির আহাম্মদ। এতে স্কুল শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে বিদ্যালয়ের পুরনো ভবনের পাশে গাছগুলো পড়ে থাকতে দেখা গেছে। এসময় বিদ্যালয় প্রাঙ্গণে একাশিয়া,চম্পাফুল,গর্জন পড়ে ছিল। কাটা গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যালয় ভবন এবং সীমানা  প্রাচীর।

এলাকাবাসীর অভিযোগ ’‘ বিদ্যালয়ের গাছ অর্থ আত্মসাতের উদ্দ্যেশ্য ইউপি সদস্য বশির আহম্মদ গাছগুলো কেটে নিয়েছে।

এদিকে ক্ষমতার অপব্যবহার করে কোন ধরের আইন না মেনে বিদ্যালয়ের মুল্যবান গাছ কেটে ফেলার অভিযোগে স্কুল ম্য্যানেজিং কমিটির সভাপতি মো. বশির আহাম্মদের বিরুদ্ধে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ করেছেন এ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও স্থানীয় বাসিন্দারা।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক নুরুল আফছার গাছ কাটার কথা স্বীকার করে বলেন, নতুন ভবন নির্মানের জন্য স্থান নির্বাচনের বিষয়ে গত ৬ জুন শনিবার ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুন ভবন নির্মানের জন্য কয়েকটি গাছ কাটার প্রয়োজনীয়তা নিয়ে সভায় আলোচনা হয়েছে। তবে শিক্ষা অফিসের অনুমতি পাওয়ার আগেই ফোনে জানতে পারি ম্যানেজিং কমিটির সভাপতির উপস্থিতিতে স্কুলের গাছ কাটা হচ্ছে।

বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি সদস্য মো. বশির আহাম্মদ স্কুলের গাছ কাটার কথা স্বীকার করে বলেন, ‘ নতুন ভবন নির্মানের জায়গা করে দিতেই গাছগুলো কাটা হয়েছে। ’ প্রাথমিক শিক্ষা অফিসারের অনুমতি নিয়েই গাছ কাটা হয়েছে। তবে এসব গাছ বিক্রি করা হয়নি বলেও দাবী কররন তিনি।


এ ব্যাপারে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশ বলেন, ‘বিদ্যালয়ের গাছ কাটার জন্য সরকারি নিয়মনীতি রয়েছে। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষকে গাছ কাটার কোনো অনুমতি দেওয়া হয়নি। এমনকি তারা কোন আবেদনও করেননি। বিষয়টি তদন্ত করার জন্য রেঞ্জারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions