বৃহস্পতিবার | ২৫ এপ্রিল, ২০২৪

পার্বত্যমন্ত্রীর রোগ মুক্তি কামনায় নাইক্ষ্যংছড়িতে দোয়া অনুষ্ঠিত

প্রকাশঃ ০৭ জুন, ২০২০ ১১:০৩:৫০ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০৬:২০:৪৮  |  ১০৪৬
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপির করোনা আক্রান্ত হওয়ায় রোগ থেকে মুক্তি পেতে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে খতমে কোরআন ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ জুন) সকাল ১১টায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের উত্তর বিছামারা বিছামারা বাইতুর রহমান মাদ্রাসায় বীর বাহাদুর এমপির করোনা আক্রান্ত থেকে রোগ মুক্তি পাওয়ার লক্ষ্যে হাফেজদের নিয়ে খতমে কোরআন ও বিশেষ দোয়া মাহাফিলের আয়োজন করেছেন উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি ও সাবেকক সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী।

এতে বীর বাহাদুর এমপির রোগ মুক্তি পাওয়ার কামনা চেয়ে মোনাজাত পরিচালনা করেন ঘিলাতলী জামে মসজিদের খতিব মাওলানা মো, শামশুল আলম।

মোনাজাতে বাংলাদেশসহ বিশ্বের সব দেশকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে এবং এ ভাইরাসে আক্রান্ত পাহাড়ী জনপদের অভিভাবক ও পার্বত্য বিষয়কমন্ত্রী বীর বাহাদুর এমপির রোগ আরোগ্য কামনা করে আল্লাহর কাছে দোয়া ও প্রার্থনার মাধ্যমে বিশেষ মোনাজাত করা হয়েছে।

এসময়, খতমে কোরআনা, দোয়া ও মোনাজাতে অংশ নেন এলাকার মুরব্বীসহ সাধারণ মুসল্লিরা।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions