শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

ইউপিডিএফ সংগঠক অপু ত্রিপুরার মুক্তির দাবিতে বিক্ষোভ

প্রকাশঃ ০৭ জুন, ২০২০ ১১:০২:১১ | আপডেটঃ ২৬ মার্চ, ২০২৪ ১২:৫৮:২৮  |  ১১৪৩

সিএইচটি টুডে ডট কম ডেস্ক। ইউপিডিএফের রামগড় উপজেলা ইউনিটের সংগঠক অপু ত্রিপুরাকে আটক, নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে খাগড়াছড়ির মানিকছড়ি, রামগড় ও গুইমারায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

আজ রবিবার (০৭ জুন) ইউপিডিএফ, পিসিপি ও ডিওয়াইএফ’র যৌথ উদ্যোগে পৃথক পৃথকভাবে উক্ত তিন উপজেলায় বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

 

গ্রেফতার, মিথ্যা মামলা, জুলুমসহ দমন-পীড়ন চালিয়ে আন্দোলন দমন করা যাবে না” এই শ্লোগানে অনুষ্ঠিত এসব বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে অপু ত্রিপুরাসহ এ যাবত আটক ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মীকে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন বক্তারা।

 

মানিকছড়ি মানিকছড়িতে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে ইউপিডিএফের মানিকছড়ি উপজেলা ইউনিটের সংগঠক এডিশন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফের মানিকছড়ি উপজেলা ইউনিটের প্রধান সংগঠক চিনু মারমা ও পিসিপি’র মানিকছড়ি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শিমুল চাকমা প্রমুখ।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions