মঙ্গলবার | ১৯ মার্চ, ২০২৪

রাঙামাটি শহরে করোনা উপসর্গ নিয়ে বৃদ্ধের মৃত্যু, স্বাস্থ্যবিধি মেনে দাফন

প্রকাশঃ ০৬ জুন, ২০২০ ১১:২৮:৫৬ | আপডেটঃ ১৬ মার্চ, ২০২৪ ০৫:৪৩:২৭  |  ১৩৩৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি শহরের ভেদভেদী এলাকায় শনিবার বিকালে  করোনা উপসর্গ নিয়ে এক বৃদ্ধ মারা  গেছেন।

জানা গেছে, মারা যাওয়া বৃদ্ধ লোকটির ছেলে মো. সবুজের ইলেকট্রনিক্স দোকান আছে, সেখানে এক কর্মচারীর করোনা পজেটিভ পাওয়া যায় এরপর ওই পরিবারের সকলের নমুনা সংগ্রহ করা হয় এবং তাদের হোম কোয়ান্টাইনে রাখা হয়। পরিবারের কারো রিপোর্ট এখনো আসেনি তবে  বৃদ্ধ লোকটির দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন বলে  তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।

রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. মোস্তফা কামাল জানান, বৃদ্ধ লোকটির একবার নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিলো, সেই রিপোর্ট এখনো আসেনি। আমরা বিকালে আবার তার নমুনা সংগ্রহ করেছি।

বিকালে রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেট পল্লব হোম দাশ এর উপস্থিতিতে সকল স্বাস্থ্যবিধি মেনে মৃত ব্যাক্তিকে দাফন করা হয়।

এদিকে রাঙামাটিতে মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১২৭১ জনের রিপোর্ট এসেছে ১০৫৮ জনের, বাকি রয়েছে ২১৩টি রিপোর্ট। এরমধ্যে করোনা সনাক্ত হয়েছে ৭০ জনের সুস্থ্য হয়েছেন ৩২জন।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions