মঙ্গলবার | ১৯ মার্চ, ২০২৪

জুরাছড়িতে ঘরে ঘরে ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী

প্রকাশঃ ০৬ জুন, ২০২০ ০৫:০৪:২০ | আপডেটঃ ১৮ মার্চ, ২০২৪ ১২:১৩:৫৬  |  ৯৫৩
সিএইচটি টুডে ডট কম, জুরাছড়ি (রাঙামাটি)। কখনো বৃষ্টি, কখনো পাহাড়ী ঢলে স্রোতে ছোট ছড়া (নদী), আবার কখনো এক পাহাড় থেকে অন্য পাহাড়ের বসবাসরত জনগোষ্ঠীর বাড়ীতে যাচ্ছে সেনা বাহিনী। কাঁধে এটি সাদা ব্যাগ ১০-১৫ কেজি ওজনের। সেখানে লেখা রয়েছে চাল, ডাল, তৈল ইত্যাদি। ব্যাগের উপরে লেখা রয়েছে করোনা সৃষ্ট কর্মহীনদের সহায়তা সমাগ্রী। এ দৃশ্য এখন রাঙামাটি জুরাছড়ি উপজেলার প্রান্তিক এলাকায়। সেনা সদস্যরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে সহায়তা সামগ্রী।

শনিবার (৬জুন) সকালে জুরাছড়ি জোন অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল মোঃ তানভীর হোসেনের নেতৃত্বে উপজেলা মাঠে ৮০ পরিবারের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। সহায়তার মধ্যে ছিল আটা, সুজি, লবন, চিনি, সেমাই, লুডুলস, ডাল ও দুধ।

এ সময় সহায়তা প্রাপ্ত দৃষ্টি প্রতিবন্ধি কমল চন্দ্র চাকমা বলেন, বাড়ীতে ৫ সদস্য। আয়-উপর্জন নেই, এক বেলা খেলে অন্যবেলা না খেয়ে থাকতে হয়। সেনা বাহিনীর সহায়তা পেয়ে কিছুটা হলেও সহায়ক হলো।

ভাবোন চিত্তিধন চাকমা বলেন, ছোট্ট একটা দোকান ছিল-করোনায় তাও বন্ধ রয়েছে। উপর্জন বলতে কিছুই নেই। সেনা বাহিনীর সহায়তা পেয়ে অনেক উপকার হলো।

এ সময় জোন উপ-অধিনায়ক মেজর মোঃ নাজমুল হাসান বলেন, পার্বত্য এলাকায় শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যহত রাখতে সেনা বাহিনী সব সময় কাজ করে যাচ্ছে। এছাড়া প্রান্তিক জনগোষ্ঠীদের স্বাস্থ্য সেবা অবিরাম দিয়ে যাচ্ছে।

এ সব সহায়তা সামগ্রী উপজেলা মাঠে কর্মহীন ও দুস্থ্যদের মাঝে তুলে দেন মেজর মোঃ নাজমুল হাসান। এ সময় জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, ওয়ারেন্ট অফিসার আব্দুল মমিন, স্থানীয় কার্ব্বারী আশুগোপাল চাকমা, দুর্নীতি প্রতিরোধ কমিটির আহ্বায়ক তপন কান্তি দে প্রমূখ।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions