মঙ্গলবার | ১৯ মার্চ, ২০২৪
স্বেচ্ছাসেবী সংগঠন

"কিরণ" এবার কাপ্তাই এবং পানছড়ির দুর্গম এলাকায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও ঔষধ বিতরণ করলো

প্রকাশঃ ০৬ জুন, ২০২০ ০৪:৫৯:৫৩ | আপডেটঃ ১৮ মার্চ, ২০২৪ ১২:০৬:২৯  |  ১৩৪০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। "মানবতার টানে দূর পাহাড়ের পানে" শ্লোগানে উজ্জীবিত স্বেচ্ছাসেবী সংগঠন "কিরণ" এর ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ৩য় ধাপে, গত ৩ জুন রাঙামাটি জেলাধীন কাপ্তাই সদর উপজেলা থেকে ৩০/৩৫ কিলোমিটার দূরে কর্ণফুলী নদীপথে ৩নং চিৎমরম ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আরাছড়ি ত্রিপুরা পাড়া এবং ৪র্থ ধাপে, গত ৫ জুন খাগড়াছড়ি জেলার পানছড়ি সদর উপজেলা থেকে ২০ কিলোমিটার দূরে ১ নং লোগাং ইউনিয়নের দুর্গম সীমান্তবর্তী এলাকা মিলধন পাড়া (বিটিলা নামে পরিচিত) ও ২ নং চেঙ্গী ইউনয়নের ৩ টি গ্রাম, যেমন- শাম্বুক রায় পাড়া, তক্ষি রায় পাড়া, রমনী পাড়ার মত দুর্গম এলাকার প্রান্তিক মানুষগুলোর ঘরে ঘরে স্ব স্ব উপজেলা টিমের মাধ্যমে 'কিরণ' এর সৌজন্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও প্রাথমিক ওষুধ পৌঁছে দেয়া হয়।

"কিরণ" স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা শুভাগত বড়ুয়া শুভ এর উপস্থিতিতে এবং "কিরণ", রাঙামাটি জেলা শাখার সভাপতি জুয়েল বড়ুয়ার সমন্বয়ে কাপ্তাই উপজেলা টিমের তুফান তঞ্চংঙ্গ্যা, তুহিন তঞ্চংঙ্গ্যা এবং মুকুল তঞ্চংঙ্গ্যার সার্বিক সহযোগিতায় আড়াছড়ি ত্রিপুরা পাড়া, কাপ্তাই, রাঙামাটি এবং পানছড়ি উপজেলা টিমের প্রতিনিধি দীপন চাকমা, জালাল হোসেন, অন্তর ত্রিপুরা সহ টিমের অন্যান্য সদস্য'দের সহযোগিতায় পানছড়ি উপজেলার লোগাং ও চেঙ্গী ইউনিয়নের প্রত্যন্ত গ্রামগুলোর প্রান্তিক মানুষ'দের মাঝে হাসি ফোটানোর এই কার্যক্রম সফলভাবে সমাপ্ত হয়।

স্বেচ্ছাসেবী সংগঠন 'কিরণ' এর প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক শুভাগত বড়ুয়া শুভ দেশের এই ক্রান্তিলগ্নে বিত্তবানদের নিকট স্বেচ্ছাসেবী সংগঠন "কিরণ" এর পাশে দাঁড়িয়ে দুর্গম অঞ্চলের অসহায় মানুষের জন্য তাদের চলমান কার্যক্রম'কে উৎসাহিত করতে আহবান জানান এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

সহায়তা পাঠানোর ঠিকানা-
শুভাগত বড়ুয়া শুভ-
০১৭০৬৩৫১১৮২ (বিকাশ/নগদ)।
প্রিমা চাকমা- ০১৫৩৩০৭১৫৬৬২ (রকেট)।
জুয়েল বড়ুয়া- ০১৮৫৯৩৫৫৪৫৫ (বিকাশ/নগদ)

উচাচিং মারমা।
একাউন্ট নং- ২০০০০৫৭৭০৮৮০
অগ্রণী ব্যাংক লিমিটেড, রাঙ্গামাটি শাখা।

দিনশেষে, মেঘ কেটে আলো আসবে; পাহাড়ের মুখে ফুটবে হাসি, মানবের জয় হবে এমন প্রত্যাশা কিরণ সদস্যদের।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions