বৃহস্পতিবার | ১৮ এপ্রিল, ২০২৪

বান্দরবানে করোনায় আক্রান্ত ১৭ জন, সুস্থ্য হয়ে ফিরলেন ৯জন

প্রকাশঃ ২২ মে, ২০২০ ০৬:০৯:৫৮ | আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৪ ০৭:৫৯:০৬  |  ৯৪৭
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবান স্বাস্থ্য বিভাগের তথ্য মতে ,বান্দরবানে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ১৭ জন আর ৯ জন সুস্থ্য হয়ে বাড়ী ফিরে গেছে।

স্বাস্থ্য বিভাগ জানায় জেলায় ,হোম কোয়ারেন্টিনে এ পর্যন্ত ৮৯৯ জন ছিল তার মধ্যে ৬৫৯ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ৭০জন ছিল গতকাল পর্যন্ত ৫৩ জনকে ছাড় দেয়া হয়েছে।

বান্দরবানের সিভিল সার্জন ডা:অং সুই প্রু মারমা জানান,জেলার ১ হাজার ১০ জনের নমুনা ল্যাবে পাঠানো হয়েছে ৬৮৬ জনের রিপোর্ট পাওয়া গেছে, তার মধ্যে জেলায় সর্বমোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৭ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এই পর্যন্ত কেউ মারা যায়নি। তিনি আরো জানান, এ পর্যন্ত বান্দরবানে এক ডাক্তার .এক আয়া ও এক স্বাস্থ্যকর্মী করেনায় আক্রান্ত হয়েছে এবং তারা স্বাস্থ্য কমপ্লেক্স এর আইসোলশনে ভর্তি রয়েছে ।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions