শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

খাগড়াছড়িতে প্রবেশ-বাহিরে নিষেধাজ্ঞা জারি

প্রকাশঃ ০৭ এপ্রিল, ২০২০ ০৯:০৪:৪৩ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ১০:১৪:৫৩  |  ১৪২০
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত খাগড়াছড়ি শহরের প্রবেশমুখ ও বের হওয়ার সড়ক জিরোমাইলে গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ^াস এ নিষেধাজ্ঞা জারি করেন।

শুধুমাত্র জরুরী সেবাদানকারী পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।

দিন দিন করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় কঠোর অবস্থানে খাগড়াছড়ির প্রশাসন। জরুরী প্রয়োজন ছাড়া ঘোরাফেরার দায়ে প্রতিনিয়ত করা হচ্ছে অর্থদন্ড। জেলার প্রত্যেক উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জনগণকে সচেতন করার পাশাপাশি নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে দন্ড দেয়া হচ্ছে।

এর আগে, গত সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সন্ধ্যা ৭ থেকে সকাল ৬টা পর্যন্ত শুধুমাত্র ওষুধের দোকান ছাড়া সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে নির্দেশনা দিয়েছে স্থানীয় প্রশাসন।


খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions