শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪
করোনা মোকাবেলায় রাঙামাটিতে

সন্ধ্যা ৬টার পর কাচাঁবাজার ও মুদি দোকান বন্ধের সিদ্ধান্ত

প্রকাশঃ ০৬ এপ্রিল, ২০২০ ০৭:৩৮:৪২ | আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৪ ০১:১২:০৮  |  ৩৩৪০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। করোনা মোকাবেলায় সামাজিক দুরত্ব নিশ্চিত, মানুষজনকে ঘরে রাখার জোর প্রচেস্টা চালাচ্ছে জেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ। দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় রাঙামাটিতে আজ সোমবার থেকে সন্ধ্যা ৬টার মধ্যে কাঁচাবাজারের দোকান ও মুদি দোকান বন্ধ রাখার জন্য মাইকিং করা হয়েছে। শুধু খোলা থাকবে ওষুধের দোকান।

রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যার পর এসব দোকানে আড্ডা বসে এসব বন্ধে আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি। তিনি এবিষয়ে স্থানীয় সহযোগিতা চেয়ে বলেন, নিজে ভালো থাকুন, পরিবারকে ভালো রাখুন সমাজ এবং রাষ্ট্রকে ভালো থাকতে দিন।  

এদিকে সকাল থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট, সেনাবাহিনী ও পুলিশ শহরের  রিজার্ভ বাজার, তবলছড়ি ও ভেদভেদীসহ অলিগলিতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে।
এছাড়া জেলার ১০ উপজেলায় প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions