বুধবার | ২৪ এপ্রিল, ২০২৪
রাঙামাটিতে

হোম কোয়ান্টাইনে থাকা ১১২ পরিবারের মাঝে শুকনা খাবার দিলো সেনাবাহিনী

প্রকাশঃ ২৬ মার্চ, ২০২০ ০৪:২০:৩১ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০৯:০২:৫০  |  ৪৭৯৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। করোনা ভাইরাস প্রতিরোধে বিদেশ ফেরত ১৪দিনের হোম কোয়ান্টাইনে থাকা ১১২পরিবারের মাঝে ফল ও শুকনা খাবার বিতরণ করেছে সেনাবাহিনী। রাঙামাটি রিজিয়নের জি টু আই মেজর মহিউদ্দিন ফারুক আজ বৃহস্পতিবার সকাল ১১টার পর রাঙামাটি শহরের চম্পকনগর, ভেদভেদী, কলেজ গেইট, রিজার্ভবাজার, তবলছড়িসহ বিভিন্ন জায়গায় এসব খাবার বিতরণ করেন। খাবারে মধ্যে ছিল আনারস,আপেলসহ অন্যান্য খাবার সামগ্রী।

এসময় রাঙামাটি রিজিয়নের জি টু মেজর মহিউদ্দিন ফারুক জানান, সামাজিক দুরত্ব বজায় রাখা, দ্রব্যমুল্যর দাম নিয়ন্ত্রনসহ প্রবাসীদের ১৪দিনের হোম কোয়ান্টাইনে থাকা নিশ্চিত করতে কাজ করছে সেনাবাহিনী। 

এছাড়া সেনাবাহিনী  করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সাধারন মানুষের মাঝে দুই হাজার মাস্ক বিতরণ ও শহরের বিভিন্ন স্থানে বেসিন স্থাপন করে জীবানুনাশক হ্যান্ড ওয়াশের ব্যবস্থা করেছে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions