শনিবার | ২০ এপ্রিল, ২০২৪

করোনা ভাইরাস প্রতিরোধে বান্দরবানে কাজ করছে সেনাবাহিনী

প্রকাশঃ ২৫ মার্চ, ২০২০ ০৯:১২:৪৮ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০১:২৮:৫৩  |  ৯০২
সিএইচটি টুডে ডট কম,বান্দরবান। বান্দরবানে করোনা ভাইরাস প্রতিরোধে মাঠে নেমেছে সেনাবাহিনীর সদস্যরা। বান্দরবান সেনা জোনের কমান্ডারের নির্দেশনায় বান্দরবান সদরের বিভিন্ন অলি গলিতে টহল অভিযান পরিচালনা করার পাশাপাশি জনসাধারণকে সচেতন থাকার আহবান জানাচ্ছে সেনা সদস্যরা।

মঙ্গলবার সকাল থেকেই বান্দরবান সদরের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধে সতর্কতামূলক প্রচারণা (মাইকিং), লিফলেট বিতরন, লোক সমাগম সীমিতকরণ, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং বান্দরবান সদর উপজেলায় চলাচলকারী সকল যানবাহনকে সেনাবাহিনীর টহল কর্তৃক  জীবাণুনাশক ঔষধ স্প্রে করার মাধ্যমে জীবাণুমুক্ত  করার কাজ অব্যাহত রেখেছে সেনাবাহিনীর সদস্যরা।

বান্দরবান সেনা জোনের সুত্রে জানা যায়, গত ২৪ মার্চ (মঙ্গলবার) সকাল থেকে বান্দরবান শহর এলাকায় সার্বক্ষণিক টহলে রয়েছে সেনাবাহিনীর সদস্যরা। সেনা সদস্যরা স্থানীয় প্রশাসনকে সহযোগিতা দেওয়ার পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন এলাকায় জনসচেতনতা বৃদ্ধি ও জীবাণুনাশক ঔষধ স্প্রে করার মাধ্যমে জীবাণুমুক্ত করার কার্যক্রম চালিয়ে যাবে।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions