শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

বিভিন্ন স্থানে জীবাণু নাশক স্প্রে করেছে রাঙামাটি পৌরসভা

প্রকাশঃ ২৪ মার্চ, ২০২০ ১২:১৪:২৯ | আপডেটঃ ২৬ মার্চ, ২০২৪ ০৩:১৮:১০  |  ১০৪৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির বিভিন্ন যানবাহনে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম অব্যাহত রেখেছে রাঙামাটি পৌরসভা। মঙ্গলবার (২৪ মার্চ) রাঙামাটি পৌরসভার উদ্যোগে দ্বিতীয় দিনের ন্যায় রাঙামাটি পৌরসভা চত্তরে যানবাহনসহ বিভিন্ন এলাকায় জীবাণুনাশক স্প্রে করা হয়।

এসময় রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দীন, রাঙামাটি পৌরসভার কাউন্সিলর মোঃ করিম আকবর, বিল্লাল হোসেন টিটু, মিজানুর রহমান বাবু, পুলক দে, হেলাল উদ্দীন রূপসী দাস গুপ্ত, যুবাইদুর নাহার, সোমা বেগম পূর্ণিমাসহ পৌরসভার পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন।

এসময় পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে পৌর এলাকায় জীবাণুনাশক ওষুধ ছিটানো হচ্ছে। পর্যায়ক্রমে পৌর এলাকার সকল রাস্তায় স্প্রে করার কাজ আমরা ইতিমধ্যে শুরু করেছি। প্রতি দু’হাজার লিটারে এক কেজি ব্লিসিং পাউডার ও এক কেজি ডিটারজেন্ট পাউডার মিশিয়ে ট্রাকের মাধ্যমে ছিটানো হচ্ছে। এর মাধ্যমে পৌরশহরের জীবাণু বিস্তার অনেকটাই রোধ হবে। সারা পৃথিবী এখন করোনায় আক্রান্ত। বিশ্বের উন্নত দেশগুলোও করোনা প্রতিরোধে হিমশিম খাচ্ছে।

জনসাধারণের কথা চিন্তা করেই আমরা এই উদ্যোগ নিয়েছি বলে জানিয়েছেন বলে জানান তিনি। একইসাথে তিনি আরো বলেন, জনসাধারণের সুস্থতার জন্যে বেশ কিছু দিন আগেই এ উদ্যোগ পৌর কর্তৃপক্ষ গ্রহণ করে। যার ফলশ্রুতিতে এই কার্যক্রম শুরু করা হয়।

তিনি জনসাধারণের উদ্দেশ্যে বলেন, সরকারি সকল নির্দেশনা মেনে চলতে হবে। কোন  অবহেলা করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions