বৃহস্পতিবার | ২৫ এপ্রিল, ২০২৪

নাইক্ষংছড়িতে বারি সরিষা বৃদ্ধির লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত

প্রকাশঃ ০৯ ফেব্রুয়ারী, ২০২০ ১২:৩২:৩০ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০৪:২২:০৬  |  ৭৮৪
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় রাজস্ব খাতের আওতায় বারি সরিষা ১৭ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।  মোঃ ওমর ফারুক, উপজেলা কৃষি অফিসার ( অতিরিক্ত দায়িত্ব) নাইক্ষ্যংছড়ি এর সভাপতিত্বে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। 

এসময় সভায় সভাপতি জানান যে, ফসলের ও জমির নিবিড়তা বাড়ানো, শস্যের বহুমুখীকরণ এবং নতুন জাত সম্প্রসারণসহ সরিষার আবাদ বৃদ্ধির জন্য উপজেলা কৃষি অফিস নাইক্ষ্যংছড়ি  হতে বারি সরিষা ১৭ জাতের বীজ,সার ও অন্যান্য উপকরণ সরবরাহ করা হয় ।

এসময়  মাঠ  দিবসে   কৃষক আলী আহমদ বলেন , গতবছর তামাকের আবাদ করেছিলাম , এবছর তামাকের ক্ষতির দিক বুঝতে পেরে তামাকের পরিবর্তে সরিষার চাষ করছি । ফলন ভালো হওয়ায় মাঠ দিবসে কৃষকেরা আগামী বছর সরিষার চাষ করবেন বলে আশা ব্যক্ত করে ।, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল কুদ্দুস জানান, তামাকের পরিবর্তে সরিষার আবাদ করলে তামাকের ক্ষতির দিক হতে মানবদেহ ও পরিবেশের সুরক্ষা হবে।

মাঠদিবসে ৫০ জন কৃষকসহ এসএপিপিও ও সংশ্লিস্ট উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions