শনিবার | ২০ এপ্রিল, ২০২৪
বান্দরবানে

শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেব এর শুভ আবির্ভাব উপলক্ষে স্মরণ উৎসব উদযাপিত

প্রকাশঃ ০৪ ফেব্রুয়ারী, ২০২০ ০৪:৪২:৫৬ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ১২:৪৮:৩০  |  ৮৪৫
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। সনাতন ধর্মালম্বীদের শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেব এর ১৬০ তম শুভ আবির্ভাব উপলক্ষে বান্দরবান শ্রী শ্রী রামঠাকুর সেবক সংঘের আয়োজনে স্মরণ উৎসব উদযাপিত হয়েছে ।

সোমবার সকালে বান্দরবান সদরের হাফেজঘোনা শ্রী শ্রী রামঠাকুর সেবাশ্রমে বান্দরবান শ্রী শ্রী রামঠাকুর সেবক সংঘের আয়োজনে এই স্মরণ উৎসব উদযাপিত হয়।

শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেব এর ১৬০ তম শুভ আবির্ভাব উপলক্ষে  সকাল ১০টায় মন্দির প্রাঙ্গনে শ্রীমদ্ভগবত গীতা পাঠ অনুষ্ঠিত হয়,আর শ্রীমদ্ভগবত গীতা পাঠ পরিবেশন করেন চট্টগ্রামের তুলসীধামের গীতা সুধাকর প্রদর্শন দেবনাথ। এরপর দুপুর ১২ টায় শ্রী শ্রী গুরুপূজা,ভোগারাগ ও শ্রী শ্রী সত্যনারায়ন পূজা আর এরপর সমবেত প্রার্থনা ও ঠাকুরের জীবনী আলোচনা অনুষ্ঠিত হয়।

সর্বশেষে দুপুর ১.৩০ মিনিটে মহাপ্রসাদ আস্বাদনের মধ্য দিয়ে ও নানান ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেব এর ১৬০ তম শুভ আবির্ভাব উদযাপন সমাপ্তি ঘটে।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions