শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪

রাঙামাটিতে মহান বিজয় দিবস পালিত

প্রকাশঃ ১৬ ডিসেম্বর, ২০১৯ ০৬:০০:৪২ | আপডেটঃ ১৪ এপ্রিল, ২০২৪ ০৯:৩০:৩৯  |  ১৪৬৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। নানা কর্মসূচীর মধ্যে দিয়ে রাঙামাটিতে মহান বিজয় দিবস উদ্্যাপিত হচ্ছে। বিজয় দিবসের সকালে রাঙামাটি চিংহ্লা মং মারী ষ্টেডিয়ামে অনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ ও শিশু কিশোর সমাবেশ। জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ, পুলিশ সুপার আলমগীর কবীর কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। মার্চ ফাষ্ট শেষে শিশু কিশোরদের  মনোমুগ্ধকর ডিস প্লে  প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে বিজয় দিবসের সূচনা করা হয়।বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ছাড়াও আওয়ামীলীগ, বিএনপিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পুস্পমাল্য অর্পণ করা হয়।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions