বৃহস্পতিবার | ২৫ এপ্রিল, ২০২৪

খাগড়াছড়িতে রেড ক্রিসেন্টের নেতৃত্বে আবারও জসিম ও শানে আলম

প্রকাশঃ ০৬ ডিসেম্বর, ২০১৯ ০৮:৫৭:০৪ | আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৪ ০৭:২৩:০৯  |  ১১৮৩
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের কার্য নির্বাহী কমিটির নির্বাচন (২০২০-২০২২) সম্পন্ন হয়েছে।  ইউনিটের আজীবন সদস্যদের প্রত্যক্ষ রায়ে ৩৮৭ ভোট পেয়ে দ্বিতীয় বারের মতো ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এডভোকেট জসিম উদ্দিন মজুমদার। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চৌধুরী আতাউর রহমান পেয়েছেন ২৬৩ ভোট। সাধারণ সম্পাদক পদে ৩০২ ভোট পেয়ে পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন মো. শানে আলম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইব্রাহিম খলিল পেয়েছেন ২১২ ভোট।

শুক্রবার সন্ধ্যায় ইউনিটের কার্য নির্বাহী কমিটি নির্বাচনের দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও ভারত প্রত্যাগত শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের নির্বাহী কর্মকর্তা এম রাশেদুল হক ফলাফল ঘোষণা করেন। এর আগে সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়ি অফিসার্স ক্লাবে ইউনিটের কার্য নির্বাহী কমিটির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

কার্য নির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন জসিম উদ্দিন, প্রভাষক দুলাল হোসেন, ধীমান খীসা, শহীদুল ইসলাম ও জীতেন বড়ুয়া।  নির্বাচনের পাশাপাশি সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।  ইউনিটের ভাইস চেয়ারম্যান এডভোকেট জসিম উদ্দিন মজুমদার সাধারণ সভার সভাপতিত্ব করেন।খাগড়াছড়ি ইউনিটে আজীবন সদস্য ৮৮০ জন। তন্মধ্যে প্রত্যক্ষভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৬৫০ জন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের কার্য নির্বাহী কমিটির ২০২০-২০২২ মেয়াদের নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন খাগড়াছড়ি সরকারি কলেজের  প্রভাষক জাকির হোসেন।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions