শনিবার | ২০ এপ্রিল, ২০২৪

নানিয়ারচরে ইউপিডিএফ কর্মীর লাশ পায়নি আইন শৃঙ্খলাবাহিনী

প্রকাশঃ ০৪ ডিসেম্বর, ২০১৯ ১১:৫৭:৪৩ | আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৪ ০৮:১৪:৪৪  |  ১৩৩৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির নানিয়ারচরে নিহত  শুভ চাকমা প্রকাশ গিরি চাকমার (৪০) লাশ খুজে পায়নি আইনশৃঙ্খলা বাহিনী। এমনটা নিশ্চিত করেছেন নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির আহম্মদ।

সকালে স্থানীয় সুত্রে জানা গেছে, সাবেক্ষং ইউনিয়নের বড়পুল পাড়া এলাকার একটি বাসায় অবস্থানকালে  ৪/৬জনের একটি  অস্ত্র¿ধারী সন্ত্রাসী দল এসে এলোপাথারি গুলি বর্ষণ করলে ঘটনাস্থলে শুভ চাকমা নিহত হন।
 

নানিয়াচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, সকালে আমরা একজন নিহতের হওয়ার খবর শুনেছি, এরপর পুলিশ ও আইন শৃঙ্খলাবাহিনী ঘটনাস্থল আশপাশের স্থান খুজে কাউকে না পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থল থেকে ফিরে এসেছে। ঘটনার ব্যাপারে এলাকাবাসী কেউ মুখ খুলছে না।

তবে ধারণা করা হচ্ছে লাশ গুম করা হয়েছে অথবা শুভ চাকমা ওরফে গিরি গুলিবিদ্ধ অবস্থায় পালিয়েছেন।

এব্যাপারে মুখ খুলেনি এবং কোন বিবৃতি দেয়নি ইউপিডিএফ।
 
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions