শনিবার | ২০ এপ্রিল, ২০২৪

নানা আয়োজনে কাপ্তাইয়ে শান্তিচুক্তির বর্ষপূর্তি পালন

প্রকাশঃ ০২ ডিসেম্বর, ২০১৯ ১২:১৯:০৬ | আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৪ ০১:১৯:১৫  |  ১১০৩
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। কাপ্তাইয়ে পৃথক পৃথক আয়োজনে ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তির ২২’বছর পূর্তি উদযাপন উপলক্ষে সোমবার (২ ডিসেম্বর) উৎসবমূখর পরিবেশে বর্ণাঢ্য ‘আনন্দ শোভাযাত্রা’ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে দিনভর নানা আয়োজনে মুখর ছিল উপজেলা প্রাঙ্গন।  

সকালে কাপ্তাই ৪১ বিজিবির ওয়াগ্গা জোনের আয়োজনে বর্ণাঢ্য শান্তি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে কাপ্তাই-চট্টগ্রাম সড়ক প্রদক্ষিণ করে ওয়াগ্গা বিজিবির সদর দপ্তরে এসে শেষ হয়। এর আগে সকালে কাপ্তাই উপজেলা আ.লীগ এবং এর অঙ্গ সংগঠনের আয়োজনে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার হতে শুরু হয়ে কাপ্তাই-চট্টগ্রাম সড়ক, বড়ইছড়ি বাজার এবং উপজেলা বিভিন্ন কমপ্লেক্স প্রদক্ষিণ করে শহীদ মিনারে আলোচনা সভায় মিলিত হয়। এদিকে বিকেলে ৪১ বিজিবি কাপ্তাই ব্যাটলিয়ন ওয়াগা ছড়া জোন কর্তৃক ঐতিহাসিক পার্বত্য চুক্তি ২২ বছর পূর্তি উপলক্ষ্যে বিজিবি একাদশ বনাম উপজেলা ক্রীড়া সংস্থা মধ্যে প্রীতি ভলিবল ম্যাচ শেষে পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়ে।

পৃথক শোভাযাত্রা ও সভায় উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, ওয়াগ্গা জোন কমান্ডার লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, উপজেলা আ.লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, আ.লীগের সম্পাদক ইব্রাহিম খলিল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. নাছির উদ্দিন, কাপ্তাই থানার অফির্সাস ইনচার্জ মো. নাছির উদ্দিন, চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ আশরাফ উদ্দিন, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ সহ জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, হেডম্যান-কার্বারী, সাংবাদিক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions