শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

সংস্কারপন্থীরা হত্যা করেছে বিক্রম চাকমাকে দাবি জেএসএসের

প্রকাশঃ ০১ ডিসেম্বর, ২০১৯ ০২:৪১:০৭ | আপডেটঃ ২৯ মার্চ, ২০২৪ ০২:৪১:০৮  |  ১৬৮৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি সদর উপজেলার মগবান এলাকায় নিহত বিক্রম চাকমাকে সংস্কারপন্থীরা গুলি করে হত্যা করেছে বলে দাবি করেছে মুল জনসংহতি সমিতি।

রাতে সংগঠনের সহ তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,  আজ রাঙামাটি জেলার মগবান ইউনিয়নের বড়াদম এলাকায় সংস্কারপন্থী খ্যাত একদল সশস্ত্র সন্ত্রাসী অস্ত্রশস্ত্রসহ স্পীডবোট যোগে এসে বিক্রম চাকমা নামে জনৈক ব্যক্তিকে গুলি করে হত্যা করে।
কোন কোন অনলাইন নিউজপোর্টেলে ও জাতীয় পত্রিকার অনলাইন সংস্করণে নিহত বিক্রম চাকমাকে জনসংহতি সমিতির চাঁদা কালেক্টর এবং চাঁদা ভাগাভাগিকে কেন্দ্র করে এ ঘটনা সংঘটিত হয়েছে বলে কল্পিত সংবাদ প্রচার করা হয়। বলার অপেক্ষা রাখে না যে, জনসংহতি সমিতি কোন ধরনের চাঁদাবাজি বা চাঁদা ভাগাভাগির সাথে সম্পৃক্ত নয়। নিহত বিক্রম চাকমাকে জনসংহতি সমিতির চাঁদা কালেক্টর সাজিয়ে সংবাদ প্রচার করার অপচেষ্টা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত ও ষড়যন্ত্রমূলক বলে জনসংহতি সমিতি মনে করে।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions