শনিবার | ২০ এপ্রিল, ২০২৪
খাগড়াছড়িতে

পরকিয়া প্রেমে বাঁধা দেয়ায় স্ত্রীকে হত্যার ঘটনায় ঘাতক স্বামী নিজাম উদ্দিন’র মৃত্যুদন্ড

প্রকাশঃ ১৭ নভেম্বর, ২০১৯ ০৩:৪৫:০৫ | আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৪ ০২:৫৯:১৪  |  ১২৪৯
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে পরকিয়ার বাঁধা দেয়ার জেরে গৃহবধূ শিরিনা আক্তার শিরিনকে হত্যার ঘটনার স্বামী নিজাম উদ্দিনকে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেছে আদালত। আজ রোববার  খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের বিচার রেজা মো: আলমগীর হাসান এ রায় দেন। এসময় মামলার একমাত্র আসামী নিজাম উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন।

রায়ে আদালত তার পর্যবেক্ষনে বলেন, গৃহবধূ শিরিনা আক্তার শিরিনকে স্বামী নিজাম উদ্দন ঠান্ডা মাথায় হত্যা করেছে। এ হত্যাকান্ডকে ধামাচাপা দিতে নানা ছলচাতুরির আশ্রয় নিয়ে হত্যাকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেয়ার চেষ্টা করে আসামী  নিজাম উদ্দিন।

আদালত বাংলাদেশ সুপ্রীম কোর্ট,হাই কোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে মৃত্যু না হওয়া পর্যন্ত আসামী নিজাম উদ্দিনকে ফাঁসির রুজ্জুতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করা আদেশ দেয়। রায়ে আসামী আপীল করতে মন:স্থির করলে রায় ঘোষনার সাত কার্য দিবসের মধ্যে আপীল দায়ের করতে পারবে। ৎ

শিরিনা আক্তারের বাবা তাজুল ইসলাম মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, তার মেয়েকে মিথ্যা প্রলোভনে প্রেমের ফাদে ফেলে বিয়ে করার পরও মেয়ের সুখের কথা ভেবে শহরের শাল বাগান এলাকায় মেয়ের স্বামী নিজাম উদ্দিনকে  ১০ শতক জমি  কিনে সেখানে বাড়ী করে দেওয়া হয়। পরবর্তিতে গাড়ীও কিনে দেওয়া হয়। তিনি দ্রুত রায় কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন।

পাবলিক প্রসিকিউটর এডভোকেট বিধান কানুনগো রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন,মামলা চলাকালীন রাষ্ট্রপক্ষ মোট ১০জনের স্বাক্ষ্য আদালতে উপস্থাপন করা হয়। মাত্র এক বছরের মাথায় আদালত রায় ঘোষনা করেন। অপর দিকে আসামীপক্ষের আইনজীবি এডভোকেট মো: আরিফ এ রায়ের বিরুদ্ধে আপীল করা হবে জানান।
   
উল্লেখ,গত বছরের ৩ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১২ টায় পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় শিরিনা আক্তার শিরিনকে স্বাসরুদ্ধ করে হত্যা করে স্বামী নিজাম উদ্দিন। স্ত্রীকে হত্যার পর এক বছরের শিশু কন্যাকে শ^শুর বাড়ীতে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘাতক নিজাম উদ্দিনকে আটক করে পুলিশে দেয় পরিবারের সদস্যরা। এ ঘটনায় পরের দিন ৪ অক্টোবর শিরিনা আক্তার শিরিন’র পিতা মো: তাজুল ইসলাম খাগড়াছড়ি সদর থানায়(মামলা নং ০৩,তারিখ-০৪-১০-২০১৮ ইং ধারা ৩০২ দ:বি) দায়ের করে। শিরিনা আক্তার শিরিন হত্যার বিচার দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধনসহ নানা কর্মসূচী পালিত হয়।
 
খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions